ভ‍্যাকসিন নিতে লম্বা লাইন : গরমের মধ‍্যে অপেক্ষা কোভিশিল্ড এর জন‍্য

19th April 2021 11:47 am বাঁকুড়া
ভ‍্যাকসিন নিতে লম্বা লাইন : গরমের মধ‍্যে অপেক্ষা কোভিশিল্ড এর জন‍্য


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাঁকুড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টারে করোণা ভ্যাকসিন নিতে লম্বা লাইন সাধারণ মানুষের । 

যত দিন যাচ্ছে করোনার দাপট ততই প্রকট হয়ে দেখা দিচ্ছে এ রাজ্যে । রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা । সোমবার বাঁকুড়ার আরবান প্রাইমারি হেলথ সেন্টারে সকাল থেকেই করোণা ভ্যাকসিন নিতে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়ল । পাশাপাশি আবার অনেক মানুষ ভ্যাকসিন না পেয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে ফলে তাদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ । প্রতিদিন অনেকেই ভ্যাকসিন নিতে এলেও তারা টোকেন পাচ্ছেন না ফলে ঘুরে যেতে হচ্ছে তাদের স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হচ্ছে । বাঁকুড়া জেলার বিভিন্ন করোণা ভ্যাকসিন সেন্টারগুলোতে এই একই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।